
চলতি বছর নিরাপদ ও সুষ্ঠুভাবে পবিত্র হজ সম্পন্ন করেছেন বাংলাদেশি হজযাত্রীরা। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ৮ কোটি ২০ লাখ টাকা ফেরত পেয়েছেন তারা।
শনিবার (৯ আগস্ট) ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সৌদি আরবের সকল নিয়ম-কানুন যথাযথভাবে পালন করার নির্দেশনা ছিল প্রধান উপদেষ্টার। এর ফলে নির্ধারিত সময়েই হজ ফি পরিশোধ, মক্কা শরীফের কাছাকাছি সাশ্রয়ী ভাড়া বাড়ি নিশ্চিতকরণ, প্রয়োজনীয় সুচিকিৎসা প্রদানসহ সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে সক্ষম হয় বাংলাদেশ। যার অংশীদার শুধু ধর্ম মন্ত্রণালয় নয়, পুরো ৮৭ হাজার ১০০ জন হাজী সাহেবরাও। কারণ তারা সৌদি আরবে যথাযথ নিয়ম-কানুন মেনে পবিত্র হজ পালনে সচেষ্ট ছিলেন।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৫ সালের হজ প্যাকেজের দাম ২০২৪ সালের তুলনায় ৭৩ হাজার টাকা কমিয়ে দেওয়া হয়েছে। এছাড়া এবারের হজে তিনটি নতুন সেবা চালু হয়েছে। তা হলো- আধুনিক প্রযুক্তি নির্ভর ‘লাব্বাইক’ মোবাইল অ্যাপ, মোবাইল ফোনে রোমিং সুবিধা ও প্রি-পেইড হজ কার্ড হজযাত্রীদের মধ্যে বিতরণ।
ডিআর/এমবি