
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামীকাল রোববার (১০ আগস্ট) নির্বাচন কমিশন (ইসি) হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করবে।
শনিবার (৯ আগস্ট) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, খসড়া তালিকায় সাড়ে ৪৪ লাখের মতো নতুন ভোটার অন্তর্ভুক্ত থাকবে এবং মৃত ভোটারদের নাম বাদ দেওয়া হবে। ভোটার তালিকায় দাবি-আপত্তি গ্রহণের সময়সীমা ২১ আগস্ট পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এরপর ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
এর আগে ৪ আগস্ট ইসি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ৩০ জুন ২০২৫ তারিখ পর্যন্ত ভোটার ডাটাবেইজে অন্তর্ভূক্ত ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার পূর্বে জন্মগ্রহণকারী নিবন্ধিত ভোটারদের সম্পূরক ভোটার তালিকা ও মৃত ভোটারদের নাম কর্তনের তালিকা ১০ আগস্ট প্রকাশ করা হবে।
সম্পূরক ভোটার তালিকা প্রকাশের পর সংশোধন, ভোটার স্থানান্তর ও অন্যান্য দাবির জন্য ২১ আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে। এরপর চূড়ান্ত ভোটার তালিকা ৩১ আগস্ট ইসির পক্ষ থেকে প্রকাশ করা হবে।
এছাড়া গত ২১ জুলাই নির্বাচনী ইসি জানিয়েছিল, এবারের ভোটার তালিকায় প্রায় ৪৪ লাখ ৬৬ হাজার নতুন ভোটার যুক্ত হয়েছে, যা দেশের ভোটার সংখ্যা বৃদ্ধি করবে।
এমএইচএস