Logo

জাতীয়

খসড়া ভোটার ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ১২:১৮

খসড়া ভোটার ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার  ৯০০

আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন খসড়া অনুযায়ী দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জন।

রোববার (১০ আগস্ট) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

ইসি সূত্রে জানা গেছে, ২০২৫ সালে ভোটার অন্তর্ভুক্তির হার ছিল ৩ দশমিক ৬৯ শতাংশ। যা আগের বছরের তুলনায় ভোটার বৃদ্ধির হার এক দশমিক ৯৭ শতাংশ।

ইসি সচিব আখতার আহমেদ বলেন, সারাদেশের নির্বাচন অফিসগুলোতে একযোগে রোববার হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। আগে ভোটার ছিল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। হালনাগাদ কার্যক্রমে বাড়ি বাড়ি গিয়ে ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জনকে নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে মৃত ভোটার বাদ দেওয়া হয়েছে ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জন। হালনাগাদের পর দেশে মোট ভোটার দাঁড়িয়েছে ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জনে।

এসআইবি/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর