Logo

জাতীয়

প্রিজাইডিং অফিসারের সুরক্ষায় থাকবে অস্ত্রসহ আনসার : স্বরাষ্ট্র উপদেষ্টা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ১৪:২৪

প্রিজাইডিং অফিসারের সুরক্ষায় থাকবে অস্ত্রসহ আনসার : স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রিজাইডিং অফিসারের সুরক্ষায় অস্ত্রসহ একজন আনসার সদস্য নিয়োজিত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (১০ আগস্ট) সচিবালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে অস্ত্রসহ তিনজন আনসার সদস্য থাকবেন। প্রিজাইডিং অফিসারের জন্য আলাদা একজন সশস্ত্র গার্ড নিয়োগ করা হবে। যাতে হামলার ঘটনা প্রতিরোধ করা যায়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ ইতোমধ্যে শুরু হয়েছে।

তিনি জানান, নির্বাচনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে। বডি ক্যামেরা ব্যবহার করা হবে, যাতে ঘটনাস্থলের পরিস্থিতি তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ সম্ভব হয়। সাংবাদিকরাও জেলার কেন্দ্রগুলোতে কী ঘটছে তা দেখতে পারবেন।

৫ আগস্টের পর উদ্ধার না হওয়া প্রায় ৭শ’ অস্ত্রের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যে কেউ এসব অস্ত্রের সন্ধান দিলে পুরস্কৃত করা হবে। শিগগিরই এ বিষয়ে সার্কুলার দেওয়া হবে।

গাজীপুরে সাংবাদিক হত্যা ও অন্যান্য নৃশংস ঘটনার প্রসঙ্গে তিনি বলেন, সমাজে অসহিষ্ণুতা বেড়েছে। মানুষ অন্যায় প্রতিহত করার বদলে ভিডিও করায় ব্যস্ত থাকে। জনগণকে অপরাধ প্রতিহত করতে সচেতন করতে হবে।

এছাড়া দেশীয় অস্ত্র নির্মাতা ও সরবরাহকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। আগামী ২৫-২৮ আগস্ট বিএসএফ প্রধান বাংলাদেশ সফর করবেন বলেও স্বরাষ্ট্র উপদেষ্টা জানান।

এনএমএম/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাহাঙ্গীর আলম চৌধুরী নির্বাচন কমিশন নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর