Logo

জাতীয়

ঢাকায় বিজিবি-বিএসএফ ডিজি পর্যায়ে সীমান্ত সম্মেলন ২৫ আগস্ট

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ১৬:২২

ঢাকায় বিজিবি-বিএসএফ ডিজি পর্যায়ে সীমান্ত সম্মেলন ২৫ আগস্ট

ছবি : সংগৃহীত

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর মহাপরিচালক পর্যায়ের ৫৬তম সীমান্ত সম্মেলন আগামী ২৫ আগস্ট ঢাকার পিলখানাস্থ বিজিবি সদর দপ্তরে শুরু হবে। চার দিনব্যাপী (২৫-২৮ আগস্ট) এ সম্মেলনে উভয় দেশের মহাপরিচালকরা নিজ নিজ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

সম্মেলনে সীমান্ত হত্যা, পুশইন ও অবৈধ অনুপ্রবেশ রোধ, ভারত থেকে মাদক-অস্ত্র-গোলাবারুদ চোরাচালান দমন, সীমান্ত নদীর তীর সংরক্ষণ ও পানির ন্যায্য হিস্যা আদায়সহ বিভিন্ন আন্তঃসীমান্ত ইস্যুতে আলোচনা হবে। এছাড়া আন্তর্জাতিক সীমান্তের ১৫০ গজের মধ্যে উন্নয়নমূলক কর্মকাণ্ড, অননুমোদিত অবকাঠামো নির্মাণ রোধ, যৌথ সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন এবং ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচার প্রশমনের বিষয়ও এজেন্ডায় রয়েছে।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে বিজিবি-বিএসএফ সম্মেলন দিল্লিতে অনুষ্ঠিত হয়। এবারের সম্মেলনে দেশ ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার কথা জানিয়েছে বিজিবি।

  • এনএমএম/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিজিবি বিএসএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর