Logo

জাতীয়

জুলাই মাসে ১৭৪ কোটি টাকার চোরাচালান ও মাদক জব্দ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ২১:৩২

জুলাই মাসে ১৭৪ কোটি টাকার চোরাচালান ও মাদক জব্দ

ছবি : সংগৃহীত

গত জুলাই মাসে দেশের সীমান্ত এবং অন্যান্য স্থানে ব্যাপক অভিযান চালিয়ে ১৭৪ কোটি ২৮ লক্ষাধিক টাকার বিভিন্ন প্রকার চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাশাপাশি অবৈধভাবে সীমান্ত পেরিয়ে দেশে অনুপ্রবেশের অভিযোগে শতাধিক ব্যক্তিকে আটক ও ফেরত পাঠানো হয়েছে।

সোমবার (১১ আগস্ট) বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।  

বিজিবি সূত্র জানায়, জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৯ কেজি ২৬৭ গ্রাম স্বর্ণ, ১৯ কেজি ৮৩৮ গ্রাম রূপা, প্রায় ১৫ হাজার শাড়ী, ১ হাজারের বেশি পোশাক ও কাপড়, লাখ লাখ কসমেটিক্স সামগ্রী, লক্ষাধিক আতশবাজি, শতাধিক ট্রাক-পিকআপ-গাড়ি, নৌকা ও মোটরসাইকেলসহ নানা ধরনের পণ্য।

অস্ত্র তালিকায় রয়েছে ১০টি দেশীয় ও বিদেশি পিস্তল, রিভলবার, এসএমজি, রাইফেল, হ্যান্ড গ্রেনেডসহ নানা গোলাবারুদ।

মাদকদ্রব্যের মধ্যে রয়েছে প্রায় ৯ লাখ ইয়াবা ট্যাবলেট, হাজার কেজির বেশি গাঁজা, হেরোইন, কোকেন, ফেনসিডিল, বিদেশি ও দেশি মদ, বিভিন্ন ধরনের সিগারেট, ইনজেকশন ও ট্যাবলেট।

সীমান্তে মাদক পাচার ও চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২১৩ জন চোরাচালানী, ২০৪ জন বাংলাদেশী ও ৯ জন ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। এছাড়া বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করা ৫৪০ জন বার্মিজ নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

বিজিবি বলেছে, এসব অভিযান দেশের সীমান্ত সুরক্ষায় তাদের অঙ্গীকারের প্রতিফলন এবং চোরাচালান ও মাদক নির্মূলে গুরুত্বের সঙ্গে কাজের প্রমাণ।

এনএমএম/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মাদক কারবারি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর