রাজাকারের কী অবস্থা দেখিস নাই, সবাইকে ফাঁসি দিয়েছি : শেখ হাসিনা

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ২২:০০

ছবি : সংগৃহীত
গত বছরের ১৪ জুলাই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য এ এস এম মাকসুদ কামালের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি চাঞ্চল্যকর ফোনালাপ প্রকাশ পেয়েছে। ধারণকৃত ওই অডিওতে শেখ হাসিনাকে বলতে শোনা গেছে, ‘রাজাকারের কী অবস্থা হয়েছে দেখিস নাই? সবগুলোকে ফাঁসি দিয়েছি, এবার তোদেরও ছাড়বো না।’
সোমবার (১১ আগস্ট) অডিও রেকর্ড জনসমক্ষে প্রকাশ পেয়েছে। জানা গেছে, ট্রাইব্যুনালে এই ফোনালাপ জমা দিয়েছে প্রসিকিউশন। তার আগে তদন্ত সংস্থা এই অডিও রেকর্ড জব্দের পর ফরেনসিক করে সত্যতা পেয়েছে।
সেই অডিওতে মাকসুদ কামালকে উদ্দেশ্য করে শেখ হাসিনা আরও বলেন, ‘ইংল্যান্ডে ছাত্ররাজনীতির জন্য কয়েকজনকে গুলি করে মেরে ফেলেছিলো, ঐ রকম অ্যাকশন ছাড়া অন্য কোনো উপায় নাই।’
উল্লেখ্য, ২০২৪ সালের ১৪ জুলাই। রাষ্ট্রপতিকে স্মারকলিপি দিতে বঙ্গভবন অভিমুখে মিছিল বের করেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। বঙ্গভবন থেকে ফিরে এসে ওই দিন বেলা ৩টার দিকে সমবেত শিক্ষার্থীদের উদ্দেশে বক্তৃতা করেন আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। একই দিন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে কোটা আন্দোলন নিয়ে হাসিনার বক্তব্যের প্রতিবাদে ওই দিন মধ্যরাতে ক্যাম্পাসে ক্যাম্পাসে শুরু হয় বিক্ষোভ।
পরে ওইদিন মধ্যরাতে আন্দোলনে নামেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনকারীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর উক্তিকে ঘিরে ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’ স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে ক্যাম্পাস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্যের সঙ্গে ওই রাতের ফোনালাপই প্রকাশ পেয়েছে আজ।
এনএমএম/এএ