ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ : ড. ইউনূস

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ১২:০৮
---2025-08-12T120707-689ada78101a2.jpg)
ছবি : সংগৃহীত
মালয়েশিয়া সফররত প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের জন্য বাংলাদেশ প্রস্তুত।
মঙ্গলবার (১২ আগস্ট) পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
ড. ইউনূস বলেন, “বাংলাদেশ অর্থনীতিসহ সব ক্ষেত্রে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে।” এসময় তরুণদের শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ায় মালয়েশিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশটির ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, “রোহিঙ্গা আমাদের জন্য বড় সংকট। এ সংকট সমাধানে আসিয়ানভুক্ত দেশগুলোর সহযোগিতা প্রয়োজন।”
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, “বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠায় ড. ইউনূস গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।” বৈঠকে প্রতিরক্ষা, জ্বালানি ও হালাল খাদ্যসহ বিভিন্ন খাতে পাঁচটি সমঝোতা স্মারক সই হয়।
এর আগে, সফরের দ্বিতীয় দিনে পুত্রজায়ায় নিজ কার্যালয়ে প্রধান উপদেষ্টাকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দিয়ে অভ্যর্থনা জানান আনোয়ার ইব্রাহিম। পরে দুই নেতার মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়।
- এনএমএম/এমআই