Logo

জাতীয়

পিআর পদ্ধতি চায় ৭১ শতাংশ মানুষ : সুজন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ১৪:১৭

পিআর পদ্ধতি চায় ৭১ শতাংশ মানুষ : সুজন

ছবি : বাংলাদেশের খবর

জাতীয় সংসদের কাঠামোয় বড় ধরনের পরিবর্তনের পক্ষে মত দিয়েছেন দেশের অধিকাংশ নাগরিক। সুশাসনের জন্য নাগরিক (সুজন) পরিচালিত সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, ৭১ শতাংশ অংশগ্রহণকারী আনুপাতিক (পিআর) পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের পক্ষে মত দিয়েছেন।

এছাড়া ৬৯ শতাংশ উত্তরদাতা ত্রিকক্ষবিশিষ্ট আইনসভা— জাতীয় সংসদ ও সিনেট গঠনের প্রস্তাব সমর্থন করেছেন। ঘূর্ণায়মান পদ্ধতিতে নির্দিষ্ট নারী আসন সংরক্ষণের পক্ষে মত দিয়েছেন ৬৩ শতাংশ এবং জাতীয় সংসদে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগের প্রস্তাবে সম্মতি জানিয়েছেন ৬৭ শতাংশ অংশগ্রহণকারী।

মঙ্গলবার (১২ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সম্মেলন কক্ষে আয়োজিত ‘সুজন’ প্রস্তাবিত জাতীয় সনদ চূড়ান্তকরণে জনমত যাচাইয়ের তথ্য বিশ্লেষণ অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরা হয়।

জরিপে জানানো হয়, আইনসভা সংস্কার বিষয়ে জনমত সংগ্রহে ৬৪ জেলার ১ হাজার ৩৭৩ জন নাগরিক অংশ নেন। তাদের মধ্যে নারী ৩৩৫ জন, পুরুষ ১ হাজার ৩৩ জন এবং তৃতীয় লিঙ্গের ৫ জন। মে থেকে জুলাই পর্যন্ত পরিচালিত এই জরিপে মোট ৪০টি প্রশ্ন রাখা হয়। পাশাপাশি অনুষ্ঠিত হয় ১৫টি নাগরিক সংলাপ, যেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের মতামত ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণমাধ্যম ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী জিল্লুর রহমান ও সদস্য এ কে এম আজাদ উপস্থিত ছিলেন।

এসআইবি/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর