Logo

জাতীয়

সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র বাড়ছে ২ হাজার ৯৫০

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ১৫:৫৫

সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র বাড়ছে ২ হাজার ৯৫০

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য ভোটকেন্দ্রের সংখ্যা ধরা হয়েছে ৪৫ হাজার ৯৮টি। এসব কেন্দ্রে মোট ভোটকক্ষ হবে ২ লাখ ৮০ হাজার ৫৬৪টি এবং ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন ৯ লাখ ৩১ হাজার ১৩১ জন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র ছিল ৪২ হাজার ১৪৮টি। সে হিসেবে এবার ভোটকেন্দ্র বাড়ছে ২ হাজার ৯৫০টি।

মঙ্গলবার (১২ আগস্ট) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও প্রশিক্ষণ কার্যক্রম তদারকি সংক্রান্ত সভার কার্যবিবরণী থেকে এ তথ্য জানা গেছে।

সভায় জানানো হয়, দ্বাদশ সংসদ নির্বাচনে মোট ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৮৯ জন ভোটার, ৪২ হাজার ১৪৮টি ভোটকেন্দ্র এবং ২ লাখ ৬১ হাজার ৫৬৪টি ভোটকক্ষ ছিল।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০২৫ শেষে সম্ভাব্য ভোটারের সংখ্যা দাঁড়াতে পারে ১২ কোটি ৭৮ লাখ ৭৩ হাজার ৭৫২ জন (জন্ম তারিখ ০১-০১-২০০৮ পর্যন্ত অন্তর্ভুক্ত সবাই)।

এই নির্বাচনে সম্ভাব্য ২ হাজার ৯৫০টি অতিরিক্ত ভোটকেন্দ্র এবং ১৯ হাজার অতিরিক্ত ভোটকক্ষ যুক্ত হয়ে মোট ভোটকেন্দ্র দাঁড়াবে ৪৫ হাজার ৯৮টি এবং মোট ভোটকক্ষ হবে ২ লাখ ৮০ হাজার ৫৬৪টি।

এসআইবি/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর