Logo

জাতীয়

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ১৮:১৮

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে সংবিধান সংস্কার কমিশনের প্রধান ও জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজের নেতৃত্বে ঐকমত্য কমিশনের সদস্যদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১২ আগস্ট) বেলা সাড়ে ৩টার পর গুলশান-২ এলাকার মার্কিন রাষ্ট্রদূতের সরকারি বাসভবনে এই বৈঠক শুরু হয়। বিষয়টি সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

বৈঠকে যুক্তরাষ্ট্র দূতাবাসের পলিটিক্যাল কাউন্সেলর এরিক গিলান উপস্থিত ছিলেন।

অন্যদিকে, ঐকমত্য কমিশনের পক্ষ থেকে সংবিধান সংস্কার কমিশনের প্রধান ও জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও কমিশন সদস্য মনির হায়দার এবং অন্যান্য সদস্যরা অংশগ্রহণ করেন।

সূত্র জানায়, বৈঠকে উভয় পক্ষের মধ্যে রাজনৈতিক অন্তর্ভুক্তি ও জাতীয় ঐক্যের বিষয় গুরুত্বসহকারে আলোচনা করা হয়।

এনএমএম/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আলী রীয়াজ জাতীয় ঐকমত্য কমিশন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর