Logo

জাতীয়

নির্বাচন পর্যবেক্ষণ করতে চায় দেশীয় ৩১৮ সংস্থা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ২০:৫৯

নির্বাচন পর্যবেক্ষণ করতে চায় দেশীয় ৩১৮ সংস্থা

ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে নিবন্ধনের জন্য ৩১৮টি পর্যবেক্ষক সংস্থা নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে।

মঙ্গলবার (১২ আগস্ট) ইসির জনসংযোগ শাখার কর্মকর্তা মো. আশাদুল হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ভোট পর্যবেক্ষণ করতে নির্ধারিত সময়ের মধ্যে পর্যবেক্ষক সংস্থা হিসেবে ইসির নিবন্ধন পেতে ৩১৮টি সংস্থা আবেদন করেছে। নির্ধারিত সময়ের পর আরও ১৩টি আবেদন এসেছে।

এর আগে গত ২৭ জুলাই পর্যবেক্ষক সংস্থার নিবন্ধনের জন্য আবেদন আহ্বান করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে ইসি। আইন অনুযায়ী আবেদন জমা দেওয়ার জন্য ১৫ দিনের সময় দেওয়া হয়েছিল, যা শেষ হয়েছে গত রোববার (১০ আগস্ট)।

গত ১৭ জুলাই দেশীয় পর্যবেক্ষক নীতিমালা-২০২৫ জারি করা হয় এবং ২০২৩ সালের নীতিমালা বাতিল করা হয়। পাশাপাশি সে সময়কার সংস্থাগুলোর নিবন্ধনও বাতিল করা হয়েছে।

জানা যায়, ২০০৮ সাল থেকে ভোট পর্যবেক্ষণের জন্য পর্যবেক্ষক নিবন্ধন দিচ্ছে ইসি। সে সময় ১৩৮টি সংস্থা নিবন্ধন পেয়েছিল। ২০১৮ সালে ১১৮টি সংস্থা নিবন্ধন পায়। ২০২৩ সালে ৯৬টি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেওয়া হয়।

এসআইবি/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন নির্বাচন কমিশন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর