ইউকেএম থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেলেন ড. মুহাম্মদ ইউনূস

ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ০৯:০৪

ফাইল ছবি (সংগৃহীত)
নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে মালয়েশিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি (ইউকেএম)।
বুধবার (১৩ আগস্ট) কুয়ালালামপুরে ইউকেএম বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের কাছ থেকে এ সনদ গ্রহণ করেন তিনি।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সামাজিক ব্যবসা প্রসারে প্রফেসর ইউনূসের অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা, যেখানে তিনি সামাজিক ব্যবসার মাধ্যমে দারিদ্র্য দূরীকরণ ও টেকসই উন্নয়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
দিনের শুরুতে প্রফেসর ইউনূস অনুষ্ঠানস্থলে পৌঁছালে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর তাকে স্বাগত জানান। এ সময় তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে মালয়েশিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ, নীতি-নির্ধারক, ইউকেএমের শিক্ষক-শিক্ষার্থী এবং বাংলাদেশ থেকে যাওয়া প্রধান উপদেষ্টার সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন।
এমএইচএস