---2025-08-13T154154-689c5e6e8e437.jpg)
ছবি : সংগৃহীত
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে পূর্বঘোষিত সচিবালয় অভিমুখে পদযাত্রা স্থগিত করেছে শিক্ষকরা। এর পরিবর্তে পুলিশের সহায়তায় ১২ সদস্যের প্রতিনিধি দল বুধবার (১৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টার পর সচিবালয়ে গিয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক করে।
বৈঠকের আগে প্রতিনিধি দল জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থানরত হাজারো শিক্ষককে অপেক্ষায় থাকতে অনুরোধ জানায়। পদযাত্রা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীও ব্যাপক প্রস্তুতি নেয়।
কুমিল্লা থেকে আসা শিক্ষক আনোয়ার হোসেন বলেন, ‘শান্তিপূর্ণ পরিবেশের জন্য আমাদের প্রতিনিধি দল সচিবালয়ে গেছেন। আমরা তাদের ফিরে আসার অপেক্ষায় আছি, আশা করি সুসংবাদ পাব।’
২০১৮ সালে দীর্ঘ আন্দোলনের পর তৎকালীন সরকার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ৫ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি ও ২০ শতাংশ বৈশাখী ভাতা দেওয়ার সিদ্ধান্ত কার্যকর করে, এবং পরবর্তী মেয়াদে জাতীয়করণের প্রতিশ্রুতি দেয়। তবে তা বাস্তবায়ন না হওয়ায় আন্দোলন অব্যাহত থাকে।
বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনায় শিক্ষা উপদেষ্টা বৈষম্য নিরসনের আশ্বাস দিলেও এখনো কোনো সুনির্দিষ্ট অগ্রগতি হয়নি। চলতি বছরের ফেব্রুয়ারিতে উৎসব ভাতা ২৫ শতাংশ বৃদ্ধির ঘোষণা এবং বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও শ্রান্তি বিনোদন ভাতা কার্যকরের প্রতিশ্রুতি বাজেটে বরাদ্দ থাকা সত্ত্বেও প্রজ্ঞাপন জারি হয়নি।
জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, ‘আমরা বছরের পর বছর বৈষম্যের শিকার হচ্ছি। সরকার অবিলম্বে প্রজ্ঞাপন জারি করে জাতীয়করণের সুনির্দিষ্ট রোডম্যাপ দিক। দাবি পূরণ না হলে আরও বৃহত্তর ও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’
- এনএমএম/এমআই