দাবি পূরণের আশ্বাসে শিক্ষকদের আন্দোলন স্থগিত

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ১৫:৫৯
---2025-08-13T155912-689c621d6d158.jpg)
ছবি : সংগৃহীত
বাড়ি ভাড়া মূল বেতনের সঙ্গে শতাংশ হারে বৃদ্ধিসহ অন্যান্য দাবি মেনে নেওয়ায় আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা। তবে আগামী ১৪ সেপ্টেম্বরের মধ্যে মন্ত্রণালয়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করা না হলে আবার আন্দোলন শুরুর হুঁশিয়ারি দিয়েছেন তারা।
বুধবার (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষক সমাবেশে এই তথ্য জানান এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী।
শিক্ষক নেতা বলেন, আমাদের দাবির পরিপ্রেক্ষিতে বাড়ি ভাড়া এক হাজার থেকে বাড়িয়ে দুই হাজার টাকা, মেডিকেল ভাতা ৫০০ থেকে বাড়িয়ে এক হাজার টাকা করে অর্থ মন্ত্রণালয়ে ডিউ লেটার পাঠানো হয়েছে। তবে আমরা এসব মেনে নিইনি। বরং মূল বেতনের সঙ্গে নির্দিষ্ট একটা শতাংশ হারে বাড়ি ভাড়া বাড়াতে হবে। এটি কমপক্ষে মূল বেতনের ২০ শতাংশ করতে হবে। এ ব্যাপারে মন্ত্রণালয় সম্মত হয়েছে।
দেলাওয়ার হোসেন আজিজী বলেন, মন্ত্রণালয়ের দেওয়া প্রতিশ্রুতিগুলো আগামী ১৪ সেপ্টেম্বর মধ্যে কার্যকর না হলে ওই দিন থেকে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে অর্ধদিবস কর্মবিরতি শুরু হবে। তারপর ২৯ সেপ্টেম্বর থেকে পূর্ণদিবস কর্মসূচি শুরু হবে। সবশেষ দাবি আদায়ে আবার ১২ অক্টোবর থেকে প্রেসক্লাবের সামনে লাগার অবস্থান কর্মসূচি শুরু হবে৷
এর আগে বুধবার সকাল ১০টা থেকে প্রেসক্লাবের সামনে মহাসমাবেশ শুরু করেন শিক্ষকরা। পরে দুপুর দেড়টায় শিক্ষকদের ১০ জন প্রতিনিধি শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন।
- এসআইবি/এমআই