উদীচীর সাবেক সভাপতি ও শিক্ষাবিদ অধ্যাপক যতীন সরকার মারা গেছেন

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ১৬:২৭

ছবি : সংগৃহীত
শিক্ষাবিদ অধ্যাপক যতীন সরকার আর নেই। বুধবার (১৩ আগস্ট) বিকেল পৌনে ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার ছেলে সুমন সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
অধ্যাপক যতীন সরকার দীর্ঘদিন পলি আর্থ্রাইটিসসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। চলতি বছরের জুনে একাধিক কারণে তার শরীরে অস্ত্রোপচার করা হয়। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে ময়মনসিংহে ফিরিয়ে আনা হয়।
জেলা উদীচী কার্যালয়ে বিকেল ৪টায় মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। এরপর নিজ জেলা নেত্রকোনায় নিয়ে যাওয়া হবে অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য।
১৯৩৬ সালের ১৮ আগস্ট নেত্রকোনার চন্দপাড়া গ্রামে জন্মগ্রহণ করা অধ্যাপক যতীন সরকার নাসিরাবাদ কলেজের বাংলা বিভাগের শিক্ষক ছিলেন। দুই মেয়াদে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় সংসদের সভাপতির দায়িত্ব পালন করেছেন।
তিনি ২০১০ সালে স্বাধীনতা পুরস্কার, ২০০৭ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারসহ বহু সাহিত্য ও সম্মাননা অর্জন করেন। ২০০২ সালে ৪২ বছরের শিক্ষকতা শেষে তিনি অবসর নেন এবং নেত্রকোনায় বসবাস করতেন।
ডিআর/এএ