---2025-08-13T182536-689c844e02db7.jpg)
ছবি : সংগৃহীত
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট তাদের দাবি বাস্তবায়নে সরকারকে এক মাস সময় দিয়েছে। এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে কর্মবিরতিসহ ধারাবাহিক কর্মসূচির হুমকি দিয়েছে সংগঠনটি।
বুধবার (১৩ আগস্ট) দুপুরে শিক্ষা উপদেষ্টা ও সচিবের সঙ্গে সাক্ষাৎ শেষে প্রেস ক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকদের উদ্দেশে এই ঘোষণা দেন জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী। তিনি ১২ সদস্যের প্রতিনিধি দলের একজন ছিলেন।
তিনি জানান, আগামী ১৪ সেপ্টেম্বর অর্ধদিবস, ১৫ ও ১৬ সেপ্টেম্বর পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে। এরপরও দাবি আদায় না হলে ১২ অক্টোবর থেকে প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি চালানো হবে।
দেলাওয়ার হোসেন আরও বলেন, মন্ত্রণালয় জানিয়েছে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বাড়ি ভাতা ৫০% থেকে ৭৫% করার প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পাশাপাশি চিকিৎসা ভাতা ৫০০ থেকে ১,০০০ টাকায় উন্নীত করার পরিকল্পনাও রয়েছে। তবে সব দাবি একবারে পূরণ করা সম্ভব নয় বলে মন্ত্রণালয় মত দিয়েছে।
তিনি স্পষ্ট করে জানান, বাড়ি ভাতা বৃদ্ধিকে তারা সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো না হলে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।
- এনএমএম/এমআই