Logo

জাতীয়

মালয়েশিয়ার শিল্পগোষ্ঠীগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ১৯:০৪

মালয়েশিয়ার শিল্পগোষ্ঠীগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

ছবি : সংগৃহীত

মালয়েশিয়ার শীর্ষ শিল্পগোষ্ঠীগুলোকে বাংলাদেশে সাশ্রয়ী আবাসন, বন্দর, স্বাস্থ্যসেবা ও শিক্ষা খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বুধবার (১৩ আগস্ট) মালয়েশিয়ার ব্যবসায়ী নেতাদের সঙ্গে একাধিক বৈঠকে তিনি বলেন, ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার সংস্কার করেছে, এখনই বিনিয়োগের উপযুক্ত সময়। খবর ইউএনবির

সানওয়ে গ্রুপের চেয়ারম্যান জেফ্রি চিয়াকে শ্রমিকদের জন্য সাশ্রয়ী আবাসন এবং হাসপাতাল স্থাপনে বিনিয়োগের আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা। পরে জেফ্রি চিয়া বাংলাদেশি শ্রমিকদের প্রশংসা করে বৃত্তি প্রদানের আগ্রহ প্রকাশ করেন।

পৃথক বৈঠকে মালয়েশিয়ার জাতীয় গাড়ি নির্মাতা প্রোটন ও এমএমসি করপোরেশনের মালিক সৈয়দ মোকতার আল-বুখারি নবায়নযোগ্য জ্বালানি, খাদ্য নিরাপত্তা, নদী উন্নয়ন এবং মৎস্যজীবী পুনর্বাসনে বিনিয়োগের প্রতিশ্রুতি দেন।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী সৌরশক্তি, কৃষি প্রক্রিয়াজাতকরণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে অবকাঠামো খাতকে বড় বিনিয়োগের সুযোগ হিসেবে চিহ্নিত করেন।

/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

প্রধান উপদেষ্টা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর