---2025-08-13T192703-689c939e59c36.jpg)
ছবি : বাংলাদেশের খবর
কক্সবাজার প্রায় ১ হাজার ৩২২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৩ আগস্ট) সকালে রামু সেক্টরের ব্যবস্থাপনায় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর প্রশিক্ষণ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এসব মাদক ধ্বংস করা হয়।
ধ্বংসকৃত মাদকের মধ্যে রয়েছে- ২ কোটি ৩৩ লাখ ৯৪৯ পিস ইয়াবা, ১৪০.০৪৯ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ২৫.৯৯৮ কেজি হেরোইন, ৪.৪০৫ কেজি কোকেন, ৫২.৮ কেজি গাঁজা, ৪ কেজি আফিম, ৬১,৪৯১ ক্যান বিয়ার, ২২,১৫৫ বোতল বিভিন্ন মদ, ১,৭৯৯.৩ লিটার বাংলা মদ, ১৬৯ বোতল ফেন্সিডিলসহ নানা ধরনের অবৈধ দ্রব্য।
বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এ তথ্য জানান।
তিনি জানান, গত বছর রামু সেক্টরের আওতাধীন ব্যাটালিয়নসমূহ মাদকবিরোধী অভিযানে ২,২১৬ কোটি টাকার মাদক জব্দ করে। এর মধ্যে ৮৯৫ কোটি টাকার মাদকসহ ২,৬৯৩ জনকে আটক করে থানায় হস্তান্তর করা হয় এবং ১,৩২১ কোটি টাকার বেশি মূল্যের মাদক আজ ধ্বংস করা হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য দেন- বিজিবির কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আকছার খান, রামু সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ, র্যাব-১৫ অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসান, কক্সবাজার জেলা পুলিশ সুপার সাইফুদ্দিন শাহীন ও জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহীদুল আলম।
বিজিবি রিজিয়ন কমান্ডার বলেন, মাদক দেশের সামাজিক অবক্ষয়, জননিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য নীরব ঘাতক। সীমান্তে গোয়েন্দা তৎপরতা ও অভিযান চালানোর পাশাপাশি জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে বিজিবি নিরলসভাবে কাজ করছে।
অনুষ্ঠানে বিচার বিভাগ, প্রশাসন, পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থীসহ বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।
- এনএমএম/এমআই