Logo

জাতীয়

হাসিনা সরকারের নজরদারি সরঞ্জাম ক্রয় খতিয়ে দেখতে তদন্ত কমিটি

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ২১:৪১

হাসিনা সরকারের নজরদারি সরঞ্জাম ক্রয় খতিয়ে দেখতে তদন্ত কমিটি

বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম || ছবি : বাসস

শেখ হাসিনা সরকারের সময় দেশে নজরদারির সরঞ্জাম কেনা ও ব্যবহারের বিষয়ে তদন্ত কমিটি গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবকে কমিটির প্রধান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

কমিটি খতিয়ে দেখবে কোথা থেকে, কত দামে এবং কীভাবে এসব সরঞ্জাম কেনা ও ব্যবহার করা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, বিভিন্ন সূত্রে ২০০ থেকে ৩০০ মিলিয়ন ডলারে যন্ত্রপাতি কেনা হয়েছে। কিছু সরঞ্জাম ইসরায়েল থেকেও আনা হয়েছে।

শফিকুল আলম বলেন, ‘গত স্বৈরাচারী সরকার নাগরিকদের বাকস্বাধীনতা ও সংবিধান-প্রদত্ত গোপনীয়তার অধিকার হরণের জন্য এসব যন্ত্র ব্যবহার করেছে।” এছাড়া পুলিশের জন্য কেনা মারণাস্ত্র বিষয়েও তদন্ত চলছে।’

উপদেষ্টা পরিষদের বৈঠকে সংস্কার কমিশনের অগ্রগতি নিয়েও আলোচনা হয়। জানানো হয়, মোট ৩৬৭টি সুপারিশের মধ্যে ৩৭টি বাস্তবায়িত, ১৪টি আংশিক বাস্তবায়িত এবং বাকিগুলো বাস্তবায়নাধীন রয়েছে।

/এএ

সূত্র : বাসস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

শেখ হাসিনা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর