Logo

জাতীয়

নিজের নয়, জনগণের ইচ্ছায় দায়িত্ব নিয়েছি : প্রধান উপদেষ্টা

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ০৮:০৩

নিজের নয়, জনগণের ইচ্ছায় দায়িত্ব নিয়েছি : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ছবি : বারনামা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা থেকে নয়, বরং জনগণের ইচ্ছা ও রাজনৈতিক পরিবর্তনের দাবিকে সম্মান জানাতেই তিনি অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনার সিদ্ধান্ত নিয়েছেন।

মালয়েশিয়ার জাতীয় সংবাদমাধ্যম বারনামা’কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘এটা আমার নয়, এটা সেসব মানুষের চাওয়া, যারা পরিবর্তন চেয়েছিলেন। তারা যেভাবে চলতে চান, আমি শুধু তাদের সেভাবে চলতে সহায়তা করছি।’

সাক্ষাৎকারে ড. ইউনূস বলেন, ভোট দেওয়ার জন্য কেউ ১০ বছর ধরে অপেক্ষা করছেন, কেউ ১৫ বছর ধরে।

তিনি আরও বলেন, ‘কল্পনা করুন, আপনার বয়স ১৮ বছর হয়েছে। আপনি ভোট দিতে আগ্রহী। কিন্তু আপনার কখনো সেই সুযোগ আসেনি। কারণ সত্যিকার অর্থে কখনো নির্বাচনই হয়নি। এবার তারা প্রথমবারের মতো ভোট দিতে পারবেন।

সামনে থাকা চ্যালেঞ্জগুলো স্বীকার করে অধ্যাপক ইউনূস বলেন, ‘এখানে অনেক অসুবিধা। অনেকেই এটাকে ব্যাহত করতে চায়। কেননা, বাংলাদেশ থেকে বিতাড়িত রাজনৈতিক উপাদানগুলো পুরো ব্যবস্থাকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।’

প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে গত ১১ আগস্ট তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় যান প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। সফরের শেষ দিকে বারনামা’র প্রধান সম্পাদক আরুল রাজু দুরার রাজ অধ্যাপক ইউনূসের সাক্ষাৎকারটি নিয়েছেন।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

প্রধান উপদেষ্টা ড. ইউনূস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর