হঠাৎ অসুস্থ ফারুকী, এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায়

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ০৮:১৮

সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। ছবি : সংগৃহীত
সরকারি সফরে কক্সবাজারে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। পরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় পাঠানো হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) রাত সাড়ে ১০টার পর ফারুকীকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে।
কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ইমরান হোসাইন সজীব বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার বিকেলে মোস্তফা সরয়ার ফারুকী বিমানযোগে কক্সবাজারে পৌঁছান এবং হোটেল ওশান প্যারাডাইজে ওঠেন। রোববার কক্সবাজারকে ‘সাংস্কৃতিক হাব’ হিসেবে গড়ে তুলতে আয়োজিত দুই দিনব্যাপী কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল তার। কিন্তু শনিবার সন্ধ্যায় হোটেলেই তিনি অসুস্থ হয়ে পড়েন।
চিকিৎসকদের বরাত দিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক আরও জানান, ফারুকী বুকে ব্যথা অনুভব করছিলেন। পাশাপাশি তার উচ্চ রক্তচাপও ছিল। পরিস্থিতি গুরুতর না হলেও ঝুঁকি এড়াতে দ্রুত তাকে ঢাকায় পাঠানো হয়।
ডিআর/এমবি