সাবেক ডিবি প্রধান হারুনসহ ১৮ কর্মকর্তা বরখাস্ত

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ১১:৩৬

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। ছবি : সংগৃহীত
ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশীদসহ ১৮ কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
সোমবার (১৮ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব নাসিমুল গনি।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে সরকারি চাকরি আইন অনুযায়ী সাময়িকভাবে এ বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বরখান্তের সময় তারা বিধি অনুযায়ী সুবিধাদি পাবেন।
সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদ ছাড়াও বিভিন্ন পদমর্যাদার আরও ১৭ জন কর্মকর্তা এ তালিকায় রয়েছেন।
এনএমএম/এমবি