পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার সম্ভব হয়নি : র্যাব

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ১৮:২১

পুলিশের লুট হওয়া অস্ত্র একাধিক হাতবদল হওয়ায় দীর্ঘ সময় পরও তা উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তবে সংস্থাটি জানিয়েছে, অপরাধীরা এসব অস্ত্র ব্যবহার করলেও নিয়ন্ত্রণে রাখতে সর্বাত্মক চেষ্টা চলছে।
সোমবার (১৮ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন সংস্থার কর্মকর্তারা।
র্যাব-২ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ নাজমুল্লাহেল ওয়াদুদ বলেন, ‘রাজধানীর মোহাম্মদপুর এলাকা এখন হত্যা ও মাদক মামলার আসামিদের অন্যতম আশ্রয়স্থল হয়ে উঠেছে।’
তিনি বলেন, ‘জেনেভা ক্যাম্পের চিহ্নিত মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেল ও চুয়া সেলিমকে একাধিকবার গ্রেপ্তার করা হলেও তারা জামিনে বের হয়ে পুনরায় অপরাধে জড়িয়ে পড়ছেন।’
তিনি আরও জানান, নির্বাচন ঘিরে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করা হলেও র্যাব তা নিয়ন্ত্রণে সচেষ্ট রয়েছে।
সংবাদ সম্মেলনে র্যাব-১০ এর অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান কেরানীগঞ্জের শিশু রাকিবুল হত্যা মামলার প্রধান আসামি আজহারুল সরদারের গ্রেপ্তারের বিষয়টি তুলে ধরেন। রোববার রাতে খুলনার হরিণটানা থানার জিরো পয়েন্ট মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আজহারুল স্বীকার করেছেন, স্ত্রী তালাক দেওয়ায় ক্ষোভ থেকে তিনি প্রতিশোধ নিতে সৎপুত্র রাকিবুলকে শ্বাসরোধে হত্যা করেন।
এ ছাড়া ফরিদপুরের ভাঙ্গায় বিল থেকে উদ্ধার হওয়া বস্তাবন্দি মরদেহের ঘটনায় আলোচিত আসামি জহুরুল মুন্সী ওরফে সুলতান জহিরকে গ্রেপ্তার করেছে র্যাব।
সংস্থাটি জানায়, সমকামী সম্পর্ক ছিন্ন করার জেরে রেদওয়ানকে হত্যা করা হয়। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
এনএমএম/এমএইচএস