Logo

জাতীয়

ইসিকে ৪ মিলিয়ন ইউরো দেবে ইইউ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ১৪:২৭

ইসিকে ৪ মিলিয়ন ইউরো দেবে ইইউ

ছবি : বাংলাদেশের খবর

আগামী নির্বাচনকে সামনে রেখে নিবার্চন কমিশনকে চার মিলিয়ন ইউরো অর্থ সহায়তা দিতে চেয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

মঙ্গলবার (১৯ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার।

মিলার বলেন, ‘আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা বাংলাদেশকে চার মিলিয়ন ইউরো সহায়তা দেব। আমরা নির্বাচন পর্যবেক্ষণও করব। এদেশে জবাবদিহিমূলক, ফ্রি, ফেয়ার নির্বাচন হবে আশা করছি। আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায় ইইউ। সেজন্য দেশের নির্বাচনবিষয়ক শিক্ষা, প্রশিক্ষণ, সক্ষমতা বাড়াতে নির্বাচন কমিশন ও সুশীল সমাজের সঙ্গে কাজ করতে চাই।’

বৈঠক সম্পর্কে মাইকেল মিলার জানান, ইসির নির্বাচনি প্রস্তুতি, কমিশনের পরিকল্পনা, নতুন প্রকল্প নিয়ে সফল আলোচনা হয়েছে।

এর আগে বেলা ১১টায় ইইউ ৬ সদস্যের একটি প্রতিনিধি দল সিইসি সঙ্গে সাক্ষাৎ করতে আসেন।

প্রতিনিধি দলের অন্যরা হলেন- বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের- ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক) সেবাস্টিয়ান রিগার-ব্রাউন, অন্তর্ভুক্তিমূলক শাসনব্যবস্থা বিষয়ক টিম লিডার এনরিকো লোরেনজন; ইউরোপিয়ান পার্টনারশিপ ফর ডেমোক্রেসির (ইপিডি) জ্যেষ্ঠ আন্তর্জাতিক পরামর্শক মাইকেল লিডাওয়ার, ইপিডির সিটিজেন ইলেকশন অবজারভার্স কম্পোনেন্ট প্রকল্প পরিচালক আনাস উইবাওয়া এবং বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্তিমূলক শাসনব্যবস্থা বিষয়ক প্রোগ্রাম ম্যানেজার তানজা নাডার।

  • এসআইবি/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নির্বাচন কমিশন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর