ফেব্রুয়ারিতেই নির্বাচন, পেছানোর সুযোগ নেই : আইন উপদেষ্টা

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ১৫:২৮
-68a443a804d1c.jpg)
আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে এবং তারিখ পিছিয়ে নেওয়ার কোনও সুযোগ নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
মঙ্গলবার (১৯ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সরকার নির্বাচন সম্পন্ন করার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ।
আইন উপদেষ্টা জানান, রাজনৈতিক দলগুলোর বক্তব্য নির্বাচন সময় নিয়ে বিভিন্ন রকমের রাজনৈতিক প্রক্রিয়ার অংশ। ‘এটি কোনো দলের দায়িত্ব নয়, নির্বাচন আয়োজনের দায়িত্ব সরকারকেই বহন করছে। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলছি, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন সম্পন্ন হবে,’ বলেন তিনি।
ড. আসিফ নজরুল আরও বলেন, রাজনৈতিক দলের বক্তব্যে গুণগত পরিবর্তন ঘটেনি, ফলে নির্বাচনের সময় নিয়ে তারা যা বলবে তা রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে বিবেচনা করা উচিত। তিনি প্রধান উপদেষ্টার ঘোষণাকে সর্বজন স্বীকৃত উল্লেখ করে বলেন, ‘উনি নিজেই ঘোষণা করেছেন এবং তার এ ঘোষণা থেকে পিছিয়ে আসার কোনো প্রশ্ন নেই।’
আইন উপদেষ্টা দেশব্যাপী দুদক ও ইসির সংস্কারের বিষয়ে দ্রুত আইন প্রণয়নেরও ঘোষণা দেন। তিনি বলেন, দুয়েক মাসের মধ্যেই এ বিষয়ে আইন প্রণয়ন হবে এবং আজ থেকেই কার্যক্রম শুরু হয়েছে। এ জন্য একজন অভিজ্ঞ কনসালটেন্টকে দায়িত্ব দেওয়া হয়েছে।
তিনি বলেন, প্রকল্প ব্যয় বাড়িয়ে দুর্নীতি করা বা অন্যান্য অনিয়ম বিষয়গুলো মূলত পরিকল্পনা ও অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব। তবে সর্বোচ্চ পর্যায়ে দুর্নীতি রোধে দুর্নীতি দমন কমিশনকে আরও শক্তিশালী করা হচ্ছে।
ড. আসিফ নজরুলের এ মন্তব্যের মাধ্যমে সরকার নির্বাচনের সময়সূচি ও নির্বাচনী পরিবেশ সংক্রান্ত সংবেদনশীল বিষয়গুলো স্পষ্ট করেছে।
ডিআর/এমএইচএস