Logo

জাতীয়

১ লাখ ৮২২ শূন্যপদের বিপরীতে ৪১ হাজার শিক্ষক নিয়োগ সুপারিশ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ১৭:৩৪

১ লাখ ৮২২ শূন্যপদের বিপরীতে ৪১ হাজার শিক্ষক নিয়োগ সুপারিশ

ছবি : সংগৃহীত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ের ৪১ হাজার ৬২৭ জন শিক্ষকের নিয়োগের ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার এ ঘোষণা দেন।

লিখিত বক্তব্যে শিক্ষা উপদেষ্টা জানান, ‘দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এক লাখ ৮২২টি শূন্যপদের চাহিদার বিপরীতে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ৪১ হাজার প্রভাষক/ শিক্ষককে নিয়োগের সুপারিশ করা হয়েছে।’

শিক্ষা উপদেষ্টা আরও জানান, ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ১৮ লাখ ৬৫ হাজার ৭১৯ জন প্রার্থী আবেদন করেছিলেন। এর মধ্যে প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করেন ১৩ লাখ ৪০ হাজার ৮৩৩ জন, যাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ জন।

সি আর আবরার আরও জানান, ‘প্রথমে আমরা ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা নিয়েছিলাম। তাতে ১৮ লাখ ৬৫ হাজার ৭১৯ জন প্রার্থী আবেদন করেছিলেন, যার মধ্যে প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করেন ১৩ লাখ ৪০ হাজার ৮৩৩ জন। এতে উত্তীর্ণ হন ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ জন।’

এর আগে গত ১৬ জুন লক্ষাধিক শিক্ষক নিয়োগের ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এতে বিভিন্ন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে মোট এক লাখ ৮২২টি শূন্যপদে শিক্ষক নিয়োগ দেওয়ার কথা ছিল। এর মধ্যে স্কুল ও কলেজে ৪৬ হাজার ২১১টি পদ, মাদ্রাসায় ৫৩ হাজার ৫০১টি এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে ১ হাজার ১১০টি পদ ফাঁকা ছিল।

কিন্তু এই গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছেন ৬১ হাজারের মতো প্রার্থী। তাদের মধ্যেও বয়সসহ বিভিন্ন জটিলতায় অনেকের আবেদনই বাদ পড়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। ফলে সবমিলিয়ে এখন ৪১ হাজারেরও বেশি প্রার্থী শিক্ষক পদে চূড়ান্ত সুপারিশ করা হয়।

সুপারিশকৃত প্রার্থীরা এনটিআরসিএ ওয়েবসাইট (ngi.teletalk.com.bd) থেকে ‘ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি-২০২৫’ সেবা বক্সে লগইন করে ফলাফল দেখতে পারবেন।

ডিআর/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

প্রাথমিক শিক্ষক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর