Logo

জাতীয়

নির্বাচনের আগে বড় সাইবার হামলার শঙ্কা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ১৯:৪৯

নির্বাচনের আগে বড় সাইবার হামলার শঙ্কা

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

নির্বাচনের আগে বড় ধরনের সাইবার হামলার শঙ্কা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার ডাক ও টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব।

আজ মঙ্গলবার (১৯ আগস্ট) রাজধানীর একটি হোটেলে আয়োজিত আর্থিক প্রতিষ্ঠানের সাইবার নিরাপত্তা বিষয়ক সেমিনারে তিনি বলেন, ‘নির্বাচনের আগে আর্থিক খাতসহ দেশের বিভিন্ন সেক্টরে বড় ধরনের সাইবার হামলা হওয়ার আশঙ্কা রয়েছে।’

তিনি সাইবার নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবার আহ্বান জানিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সতর্ক থাকার তাগিদ দেন।

এর আগে গত মাসে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং ডিজিটাল পেমেন্ট সেবাদাতাদের ওপর সাইবার হামলার শঙ্কায় সতর্কতা জারি করে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজি (আইসিটি) বিভাগ থেকে জারি করা এক চিঠিতে জানানো হয়, আগামী দিনে দেশের গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো (সিআইআই), ব্যাংক, আর্থিক খাত, স্বাস্থ্যসেবা, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো বড় ঝুঁকির মধ্যে থাকতে পারে।

এতে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের ছোট ও মাঝারি ধরনের সাইবার হামলা প্রতিরোধে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় সাইবার সুরক্ষা ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।

এনএমএম/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর