Logo

জাতীয়

চীন সফরে গেলেন সেনাপ্রধান

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ০৯:০২

চীন সফরে গেলেন সেনাপ্রধান

সরকারি সফরে চীন গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বৃহস্পতিবার (২১ আগস্ট) ঢাকা থেকে চীনের উদ্দেশে যাত্রা করেন তিনি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফরকালে সেনাপ্রধান চীনের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা উন্নয়নের বিষয়ে মতবিনিময় করবেন।

সফর শেষে আগামী ২৭ আগস্ট দেশে ফিরবেন সেনাবাহিনী প্রধান।

ডিআর/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সেনাবাহিনী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর