Logo

জাতীয়

নির্বাচনী রোডম্যাপ জানতে অপেক্ষা বাড়ছে

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ১৬:৩৪

নির্বাচনী রোডম্যাপ জানতে অপেক্ষা বাড়ছে

ছবি : বাংলাদেশের খবর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রোডম্যাপ নিয়ে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন(ইসি)। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর আড়াইটায় আগারগাঁওস্থ নির্বাচন ভবনে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের কর্মকর্তাদের নিয়ে এই বৈঠক শুরু হয়। কিন্তু নির্বাচনের রোডম্যাপ নিয়ে বৈঠকে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এ ব্যাপারে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘কর্মপরিকল্পনা (রোডম্যাপ) নিয়ে আমরা বৈঠক শুরু করলাম। অনেকগুলো বিষয় থাকায় আজকের মধ্যে সম্ভব নাও হতে পারে। সে ক্ষেত্রে রোববার-সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হবে।’

এদিকে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে রোজার আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সংক্রান্ত চিঠিও দেওয়া হয়েছে নির্বাচন কমিশনে।

এর আগে গত সপ্তাহে নির্বাচন কমিশনার জানিয়েছিলেন, আগামী সপ্তাহে (চলতি সপ্তাহ) রোডম্যাপ সম্পর্কে জানাবে নির্বাচন কমিশন।

এসআইবি/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন নির্বাচন কমিশন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর