কনস্টেবলের বিরুদ্ধে সহকর্মীকে ধর্ষণের অভিযোগ

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ২১:২৪
---2025-08-21T212137-68a73a179ddd9.jpg)
ছবি : সংগৃহীত
ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় এক পুরুষ কনস্টেবলের বিরুদ্ধে সহকর্মী নারী কনস্টেবলকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ উঠেছে।
পুলিশ জানায়, গত ১৯ আগস্ট ভুক্তভোগী নারী কনস্টেবল থানার অফিসার ইনচার্জের কাছে লিখিত অভিযোগ দেন। তিনি জানান, অভিযুক্ত পুরুষ কনস্টেবল গত পাঁচ মাস ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে ধর্ষণ করে আসছে।
অভিযোগের পর ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান দ্রুত পদক্ষেপ নেন। অভিযুক্ত কনস্টেবলসহ উভয়কে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। ইতোমধ্যে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দিয়ে তদন্ত শুরু হয়েছে।
ঢাকা জেলা পুলিশ এক বিবৃতিতে জানায়, পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী। কোনো সদস্য অনৈতিক বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকলে কঠোর বিভাগীয় ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, `অভিযোগের সত্যতা মিললে অভিযুক্ত কনস্টেবলকে আইনের আওতায় আনা হবে।'
- এনএমএম/এমআই