গেন্ডারিয়ায় ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ মেজবাহর মৃত্যু

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২২ আগস্ট ২০২৫, ২১:২৬
---2025-08-22T212602-68a88c36e49bf.jpg)
ছবি : সংগৃহীত
রাজধানীর গেন্ডারিয়ায় বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ মেজবাহ উদ্দিন (২৮) মারা গেছেন। শুক্রবার (২২ আগস্ট) দুপুর ১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন (ভারপ্রাপ্ত) ডা. সুলতান মাহমুদ সিকদার জানান, মেজবাহর শরীরের ১০০ শতাংশ পুড়ে গিয়েছিল এবং শ্বাসনালিও দগ্ধ হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় শেষ পর্যন্ত তিনি বাঁচতে পারেননি।
এদিকে, মেজবাহর বাবা মোসলেম উদ্দিনের শরীরের ৯০ শতাংশ এবং মা সালমা বেগমের শরীরের ৫৫ শতাংশ দগ্ধ হয়েছে। দুজনই বর্তমানে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন, তবে তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
নিহতের বোন তাসনুভা জানান, আমার বাবা-মা আর ভাই গেন্ডারিয়ার হরিচরণ রোডের দ্বিতীয় তলায় থাকেন। বাসার পাশেই বিদ্যুতের ট্রান্সফরমার। রাতে হঠাৎ বিস্ফোরণে আগুন লাগে, পরে তা বাসায় ছড়িয়ে পড়ে। আমার বাবা-মা ও ভাই তিনজনই দগ্ধ হয়।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (২১ আগস্ট) দিবাগত রাতে গেন্ডারিয়ার হরিচরণ রোডে ট্রান্সফরমার বিস্ফোরণে মোসলেম উদ্দিন (৬৫), সালমা বেগম (৫০) এবং তাদের ছেলে মেজবাহ উদ্দিন (২৮) দগ্ধ হন। তিনজনকে রাতেই উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল।
- এনএমএম/এমআই