Logo

জাতীয়

নারায়ণগঞ্জে গ্যাসের আগুনে একই পরিবারের দগ্ধ ৯

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ০৯:৪৭

নারায়ণগঞ্জে গ্যাসের আগুনে একই পরিবারের দগ্ধ ৯

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বাড়িতে গ্যাস লিকেজ থেকে আগুন লেগে একই পরিবারের ৯ জন দগ্ধ হয়েছেন। আহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।

শনিবার (২৩ আগস্ট) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধ সবাইকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন- তানজিল ইসলাম (৪০), তার স্ত্রী আসমা বেগম (৩৫), তাদের সন্তান তিশা (১৭) ও আরাফাত (১৫), হাসান (৩৫), তার স্ত্রী সালমা বেগম (৩২), তাদের সন্তান মুনতাহা (১১), জান্নাত (৪), এক মাস বয়সী শিশু ইমাম উদ্দিন ও তাদের মা তাহেরা খাতুন (৬০)।

দগ্ধ হাসানের ছোট ভাই রাকিবুল ইসলাম জানান, টিনসেড বাড়িতে ভাড়া থাকতেন দুই বোন আসমা ও সালমা। সঙ্গে তাদের মা থাকতেন। বাড়ির পাশ দিয়ে যাওয়া গ্যাস লাইনের পাইপ থেকে গ্যাস লিক হয়ে ঘরে ছড়িয়ে পড়ে। রাতে আগুন ধরে গেলে পুরো বাসায় অগ্নিকাণ্ড ঘটে এবং সবাই দগ্ধ হন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, শিশুসহ দগ্ধ ৯ জন আমাদের এখানে এসেছে। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক। তাদের মধ্যে শুধু তানজিল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, আহতদের মধ্যে হাসানের শরীরের ৪৪ শতাংশ, জান্নাতের ৪০ শতাংশ, মুনতাহার ৩৭ শতাংশ, সালমার ৪৮ শতাংশ, শিশু ইমামের ৩০ শতাংশ, আরাফাতের ১৫ শতাংশ, তিশার ৫৩ শতাংশ ও আসমার ৪৮ শতাংশ দগ্ধ হয়েছে। 

ডিআর/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অগ্নিকাণ্ড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর