Logo

জাতীয়

ভোটের রোডম্যাপ রোববার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ২১:৫৬

ভোটের রোডম্যাপ রোববার

আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজানের আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। রোববার (২৪ আগস্ট) এ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ বিষয়ে গণমাধ্যমকে ব্রিফ করবেন। খবর-বাসস। 

এর আগে বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে চার নির্বাচন কমিশনার ও সচিবালয়ের কর্মকর্তাদের উপস্থিতিতে নির্বাচনের কর্মপরিকল্পনা (রোডম্যাপ) চূড়ান্তকরণ বৈঠক অনুষ্ঠিত হয়।

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, প্রধান উপদেষ্টার পরামর্শ অনুযায়ী রমজানের আগে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের লক্ষ্যে কমিশন পূর্ণ প্রস্তুতিতে রয়েছে।

তিনি বলেন, ‘সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। সংবিধান ও নির্বাচন কমিশন আইনে পিআর পদ্ধতি বলে কিছু নেই। একটি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে আমরা কাজ করছি।’ 

শনিবার (২৩ আগস্ট) সকালে রাজশাহী আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের হল রুমে রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেন, আমরা একটা সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে পুরোদমে প্রস্তুতি নিচ্ছি। এই সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আমরা যাবতীয় প্রস্তুতি নিয়েছি। ভোটার তালিকার বিশাল একটা দায়িত্ব ছিল। আমাদের অফিসাররাসহ ৭৭ হাজারের বেশি লোক আমরা কাজে লাগিয়েছি। এর আগে তাদের ট্রেনিং দিতে হয়েছিল। তারপর তাদের মাঠে নামিয়ে দেওয়া হয়েছে কাজে।

তিনি আরও বলেন, আনুপাতিক পদ্ধতি বা পিআর পদ্ধতিতে নির্বাচন সংবিধানে নেই। সংবিধানের বাইরে আমরা যেতে পারি না। এটা নিয়ে তর্ক-বিতর্ক চলছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। আমি এর মধ্যে ঢুকতে চাই না। যদি আইন পরিবর্তন হয় তাহলে হবে। 

সিইসি জানান, স্ট্রাইকিং ফোর্স নয়, সেনাবাহিনীকে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যদের মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য আমরা কাজ করছি। সেনাবাহিনী যাতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সংজ্ঞায় অন্তর্ভুক্ত হয় সেই ব্যবস্থা আমরা নিয়েছি।  

সীমানা নির্ধারণ শুনানি ২৪ আগস্ট থেকে শুরু
ইসির প্রজ্ঞাপন অনুযায়ী আগামী ২৪ থেকে ২৭ আগস্ট পর্যন্ত সংসদীয় আসনের সীমানা নিয়ে আপত্তি শুনানি হবে।
  • ২৪ আগস্ট : কুমিল্লা অঞ্চলের দাবি-আপত্তির শুনানি। দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া-২, ৩ ও ৫; আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত কুমিল্লা-৬, ৯, ১০ ও ১১; সাড়ে তিনটা থেকে ৫টা পর্যন্ত নোয়াখালী-১, ২, ৪ ও ৫, চাঁদপুর-২ ও ৩, ফেনী-৩, লক্ষ্মীপুর-২ ও ৩।
  • ২৫ আগস্ট : খুলনা, বরিশাল ও চট্টগ্রাম অঞ্চলের শুনানি।
  • ২৬ আগস্ট : ঢাকা অঞ্চলের শুনানি।
  • ২৭ আগস্ট : রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ফরিদপুর ও সিলেট অঞ্চলের শুনানি।

১২ কোটি ৬১ লাখ ভোটার তালিকাভুক্ত
গত ১০ আগস্ট প্রকাশিত হালনাগাদ খসড়া ভোটার তালিকা অনুযায়ী, দেশের মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪০ লাখ ৬ হাজার ৯১৬ জন এবং নারী ভোটার ৬ কোটি ২১ লাখ ৬২ হাজার ৭৬০ জন। নতুনভাবে যুক্ত হয়েছেন ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জন, আর মৃত ও অযোগ্য হিসেবে বাদ পড়েছেন ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জন। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে ৩১ আগস্ট।

খসড়া ভোটকেন্দ্র তালিকা ১০ সেপ্টেম্বর
ত্রয়োদশ জাতীয় নির্বাচনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ হবে আগামী ১০ সেপ্টেম্বর। খসড়া তালিকার উপর দাবি-আপত্তি গ্রহণ করা হবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। আপত্তি নিষ্পত্তির শেষ তারিখ ১২ অক্টোবর এবং সম্ভাব্য চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২০ অক্টোবর।

এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার শনিবার (২৩ আগস্ট) বলেন, আমরা বাড়ি বাড়ি হালনাগাদ করেছি, মৃত ভোটার আইডেনটিফাই করেছি সেগুলো বাদ দিয়েছি। কিছু ভোটার হওয়ার যোগ্য কিন্তু তাদের ভোটার লিস্টে নাম ছিল না। তাদেরকে আমরা আইডেনটিফাই করেছি। এগুলো সব মিলে আমাদের ভোটার তালিকা মোটামুটি হালনাগাদ হয়ে গেছে। কিছু কারেকশন শেষ হলে আপনারা ফাইনাল তালিকা পেয়ে যাবেন।

রাজনৈতিক দল নিবন্ধন
নিবন্ধন চেয়ে আবেদন বাতিল হওয়া ১২১টি রাজনৈতিক দলকে চিঠি দিচ্ছে নির্বাচন কমিশন। মোট ১৪৩টি নতুন রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন করেছিল। এর মধ্যে শর্ত পূরণ করতে ব্যর্থ হওয়ায় ১২১টির আবেদন প্রাথমিক বাছাইয়ে বাতিল হয়েছে। বর্তমানে ২২টি দলের মাঠপর্যায়ে তদন্ত করছে ইসি।

অপতথ্য মোকাবেলায় ইসির ইউটিউব চ্যানেল
ভোটারদের সঠিক তথ্য দিতে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো মিথ্যা তথ্য ও অপতথ্যের বিরুদ্ধে লড়াই শুরু করেছে নির্বাচন কমিশন। সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার করে বানোয়াট তথ্য ছড়ানো হচ্ছে। যেকোনো তথ্য শেয়ার বা বিশ্বাসের আগে যাচাই করে নিন। অপতথ্য মোকাবেলায় আমরা সবাইকে একসঙ্গে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।’

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন সিইসি নির্বাচন কমিশন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর