রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে কক্সবাজারে আন্তর্জাতিক সম্মেলন শুরু আজ

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ১৪:০৬

বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ ও প্রত্যাবাসন প্রক্রিয়ায় সহায়তা বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন।
রোববার (২৪ আগস্ট) উখিয়ার ইনানী এলাকার হোটেল বে-ওয়াচে ‘অংশীজন সংলাপ : রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের সম্মেলনে আলোচনার জন্য প্রাপ্ত বার্তা’ শীর্ষক এ আন্তর্জাতিক সম্মেলন শুরু হচ্ছে।
এ আয়োজনে অংশ নিচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ কয়েক দেশের পররাষ্ট্রমন্ত্রী, রোহিঙ্গাবিষয়ক আন্তর্জাতিক দূত, জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও বিদেশে বাংলাদেশ মিশনের কর্মকর্তারা। রোহিঙ্গা শরণার্থীরাও নিজেদের অভিজ্ঞতা ও সমস্যা তুলে ধরবেন এ সম্মেলনে।
কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসাইন সজীব জানান, রোহিঙ্গা অনুপ্রবেশের আট বছর পূর্তিকে ঘিরে এ আয়োজন করা হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সম্মেলনের প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, কক্সবাজারে তিন দিনের এ কনফারেন্সে ৪০টি দেশের প্রতিনিধি ও বাংলাদেশে নিযুক্ত ১০ দেশের রাষ্ট্রদূত অংশ নিচ্ছেন।
ডিআর/এমবি