
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ছবি : হিন্দুস্তান টাইমস
বাংলাদেশি ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তাকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিএসএফের দাবি, ওই কর্মকর্তা অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করছিলেন।
শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার হাকিমপুর সীমান্তে তাকে আটক করা হয়। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আটককৃত বাংলাদেশি পুলিশ কর্মকর্তাকে স্থানীয় পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে। চলমান তদন্তের কারণে এখনো তার পরিচয় প্রকাশ করা হয়নি।
হিন্দুস্তান টাইমস বলছে, সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে হাকিমপুর সীমান্ত ফাঁড়ির কাছে তাকে আটক করা হয়। সীমান্তে টহল দিচ্ছিলেন বিএসএফ সদস্যরা। এ সময় সীমান্তে সন্দেহজনক গতিবিধি দেখে ওই পুলিশ কর্মকর্তাকে আটক করে বিএসএফ।
নাম প্রকাশ না করার শর্তে একজন ঊর্ধ্বতন বিএসএফ কর্মকর্তা বলেন, ‘আটকের সময় তল্লাশি করে তার পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। তা থেকে প্রমাণিত হয় তিনি বাংলাদেশ পুলিশের একজন কর্মকর্তা।’
আটক কর্মকর্তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য পশ্চিমবঙ্গ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমবি