Logo

জাতীয়

ঢাকায় বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন শুরু

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ১১:৫৬

ঢাকায় বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন শুরু

বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক (ডিজি) পর্যায়ের ৫৬তম সীমান্ত সম্মেলন সোমবার (২৫ আগস্ট) ঢাকায় শুরু হয়েছে। চার দিনব্যাপী এ সম্মেলনে সীমান্ত হত্যা, পুশইন, মাদক ও অস্ত্র চোরাচালানসহ নানা আন্তঃসীমান্ত অপরাধমূলক বিষয় নিয়ে আলোচনা হবে।

সম্মেলনটি এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন রাজনৈতিক পরিবর্তনের পর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের মধ্যে টানাপোড়েন দেখা দিয়েছে। বিশেষ করে ভারতের অব্যাহত ‘পুশইন’-এর ঘটনা বাংলাদেশে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

বিজিবি সদর দপ্তরে অনুষ্ঠিত সম্মেলনে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। ভারতের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন বিএসএফ মহাপরিচালক দলজিৎ সিং চৌধুরী।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, সম্মেলনে বিজিবি দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে।

আলোচনায় যেসব বিষয় প্রাধান্য পাচ্ছে :
পুশইন : সরকারি তথ্য অনুযায়ী, গত ৭ মে থেকে ১৫ আগস্ট পর্যন্ত ভারত থেকে ২ হাজার ১৯৭ জনকে বাংলাদেশে পুশইন করা হয়েছে। এর মধ্যে সিলেট ও মৌলভীবাজার সীমান্তে সর্বাধিক ঘটনা ঘটেছে। ভারতীয় কর্তৃপক্ষ মিয়ানমার ও নিজ দেশের নাগরিকদেরও বাংলাদেশে পুশইন করছে, যা বিদ্যমান চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন।

সীমান্ত হত্যা : আইন ও সালিশ কেন্দ্রের তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত বিএসএফের গুলিতে অন্তত ১৭ জন বাংলাদেশি নিহত হয়েছেন। এটি গত বছরের তুলনায় বেশি।

মাদক ও অস্ত্র চোরাচালান : সীমান্তে মাদক, অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান প্রতিরোধ এবং কাঁটাতারের বেড়া নির্মাণ বিষয়েও আলোচনা হবে। বিএসএফের পক্ষ থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া ভারতীয় বিদ্রোহী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তোলা হতে পারে।

বিজিবির প্রস্তাব : সীমান্তের ১৫০ গজের মধ্যে অননুমোদিত নির্মাণ বন্ধ, অভিন্ন নদীর পানির ন্যায্য বণ্টন ও ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী প্রচারণা বন্ধের বিষয়গুলো উত্থাপন করবে বিজিবি।

১৯৭৫ সাল থেকে শুরু হওয়া মহাপরিচালক পর্যায়ের এ সম্মেলন দুই দেশের সীমান্ত বিরোধ নিরসন ও নিরাপত্তা নিশ্চিত করতে একটি গুরুত্বপূর্ণ ফোরাম হিসেবে কাজ করছে। এবারের সম্মেলনও দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন ও সীমান্ত নিরাপত্তায় উল্লেখযোগ্য অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।

এনএমএম/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর