Logo

জাতীয়

বাগেরহাটের ৪ আসন পুনর্বহালের দাবিতে ইসির সামনে মানববন্ধন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ১২:১৭

বাগেরহাটের ৪ আসন পুনর্বহালের দাবিতে ইসির সামনে মানববন্ধন

বাগেরহাটের ৪ আসন পুনর্বহালের দাবিতে ইসির সামনে মানববন্ধন। ছবি : বাংলাদেশের খবর

বাগেরহাটের ৪টি আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন কমিশন (ইসি) সামনে মানববন্ধন করছেন মংলা ও রামপাল উপজেলার বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ।

সোমবার (২৫ আগস্ট) সকাল থেকে তারা এ মানববন্ধন কর্মসূচি শুরু করেন।

মানববন্ধনে অংশ নেওয়া মংলার বাসিন্দা আহাদুল ইসলাম বলেন, নির্বাচন কমিশন বাগেরহাট জেলার ৪টি সংসদীয় আসন থেকে একটি আসন কমিয়ে ৩টি করেছে। বাগেরহাটের সংসদীয় আসন ৩ ভেঙ্গে নির্বাচন কমিশন এক আসন ও চার আসনের মধ্যে ভাগ করে দিয়েছে। এর ফলে কার্যত বাগেরহাটের ৩ আসন বিলুপ্ত হয়ে গেছে। এখন বাগেরহাটে তিনটি আসন রয়েছে। আমরা এ সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এদিকে, সংসদীয় আসনের খসড়া নিয়ে নির্বাচন কমিশন দ্বিতীয় দিনের শুনানি করছে। আজ খুলনা অঞ্চলের ৯৮টি, বরিশাল অঞ্চলের ৩৮১টি এবং চট্টগ্রামের ২০টি শুনানি গ্রহণ করা হচ্ছে।

এদিকে, সংসদীয় আসনের খসড়া নিয়ে দ্বিতীয় দিনের শুনানি করছে নির্বাচন কমিশন। সোমবার খুলনা অঞ্চলের ৯৮টি, বরিশাল অঞ্চলের ৩৮১টি এবং চট্টগ্রামের ২০টি শুনানি গ্রহণ করা হচ্ছে।

এসআইবি/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন নির্বাচন কমিশন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর