Logo

জাতীয়

যুক্তিতর্কে বাগেরহাটের ৪ আসন বহালের দাবি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ১৩:২৫

যুক্তিতর্কে বাগেরহাটের ৪ আসন বহালের দাবি

ইসির শুনানিতে যুক্তিতর্কে বাগেরহাটের ৪ আসন বহালের দাবি। ছবি : বাংলাদেশের খবর

সংসদীয় সীমানা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) শুনানিতে বাগেরহাটের চারটি আসন পুনর্বহালের দাবি জানিয়েছেন জেলার বিভিন্ন আসনের প্রতিনিধিরা। সোমবার (২৫ আগস্ট) নির্বাচন ভবনে অনুষ্ঠিত এ শুনানিতে তারা দাবি জানান।

শুনানি শেষে বাগেরহাট-৩ আসনের প্রতিনিধি অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দিপু সাংবাদিকদের বলেন, দেশ স্বাধীন হওয়ার পর থেকে বাগেরহাটে চারটি আসন ছিল। হঠাৎ করে ইসি আমাদের জানিয়েছে, চারটি আসন থাকবে না। একটি আসন বাদ দেওয়া বাগেরহাটবাসী মানে না। এটি অযৌক্তিক, আইন পরিপন্থী ও বাস্তবসম্মত নয়। ইসির এ সিদ্ধান্ত জনস্বার্থবিরোধী। সুতরাং আমরা ইসিকে অনুরোধ করব, তারা বাগেরহাটের একটি আসন কমানোর প্রস্তাব প্রত্যাহার করবে।

তিনি আরও বলেন, আমরা চাই, বাগেরহাটের চারটি আসন— বাগেরহাট-১, ২, ৩ ও ৪ পূর্বের মতো বহাল থাকুক। বাগেরহাটের জনগণ সেই চারটি আসনেই তাদের আগামী সংসদ নির্বাচনে অংশ নেবে।

একই আসনের প্রতিনিধি ব্যারিস্টার মো. জাকির হোসেন বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচন কমিশন গঠন করেছেন, সেই কমিশনের দায়িত্ব হচ্ছে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া। তারা সেটা না দিয়ে বাগেরহাটের একটি আসন কমিয়ে দিয়েছেন, যা জেলার জনগণকে তাদের অধিকার থেকে বঞ্চিত করেছে। 

বাগেরহাট-৩ আসনের প্রতিনিধি হিসেবে আসা এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক মোল্লা রহমতুল্লাল অভিযোগ করে বলেন, সংসদীয় আসন নিয়ে গতকাল আমরা আমাদের বক্তব্য পেশ করতে পারিনি। আজকেও কিন্তু আমরা আমাদের বক্তব্য তুলে ধরতে পারিনি। নির্বাচন কমিশন শুধু একটি দলের জন্যই কাজ করে যাচ্ছে বলে মনে হচ্ছে আমাদের। ভোটার হিসাব কেন্দ্র করে তারা যে সিদ্ধান্ত নিয়েছে সেটা আমাদের যৌক্তিক বলে মনে হয় না।

এদিকে, সংসদীয় আসনের খসড়া নিয়ে দ্বিতীয় দিনের শুনানি করছে নির্বাচন কমিশন। সোমবার খুলনা অঞ্চলের ৯৮টি, বরিশাল অঞ্চলের ৩৮১টি এবং চট্টগ্রামের ২০টি শুনানি গ্রহণ করা হচ্ছে।

এসআইবি/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন নির্বাচন কমিশন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর