Logo

জাতীয়

সারা দেশে একযোগে ১৪৯ বিচারককে বদলি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ১৯:০০

সারা দেশে একযোগে ১৪৯ বিচারককে বদলি

ছবি : সংগৃহীত

সারা দেশে একযোগে ১৪৯ জন অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদমর্যাদার বিচারককে বদলি করেছে সরকার।

সোমবার (২৫ আগস্ট) এ সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের এসব কর্মকর্তাকে তাদের বর্তমান কর্মস্থল থেকে বদলি করে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই বদলি আদেশ কার্যকর থাকবে।

এ বদলির মাধ্যমে বিচার প্রশাসনে গতিশীলতা আনাসহ বিচার কার্যক্রম আরও কার্যকর হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বদলি করা বিচারকদের তালিকা আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

এনএমএম/এএ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর