
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি), উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার (এসপি) পদে ৫২ জন কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন করেছে সরকার।
সোমবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, বর্তমানে দায়িত্বে থাকা ১২ জন অতিরিক্ত আইজিপিকে নিয়মিতভাবে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এছাড়া সুপার নিউমারারি পদে পদোন্নতিপ্রাপ্ত ছয়জন কর্মকর্তাকে ডিআইজি পদে নিয়মিতকরণ করা হয়েছে।
একই দিনে জারি করা অপর প্রজ্ঞাপনে ১২ জন ডিআইজির দপ্তর বদল করা হয়। এছাড়া পুলিশ সুপার পদমর্যাদার ১৪ জন কর্মকর্তাকেও নতুন করে বদলি ও পদায়ন করা হয়েছে।
এ পদায়ন ও বদলিগুলো পুলিশ প্রশাসনের কাঠামোগত পুনর্বিন্যাস এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে করা হয়েছে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট প্রজ্ঞাপনগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।