Logo

জাতীয়

হাইকোর্ট-সুপ্রিম কোর্ট করলে নির্বাচন পিছিয়ে যেতে পারে : মাকসুদুল খন্দকার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ১৪:৫০

হাইকোর্ট-সুপ্রিম কোর্ট করলে নির্বাচন পিছিয়ে যেতে পারে : মাকসুদুল খন্দকার

নারায়ণগঞ্জ-৫ আসন থেকে পাঁচটি ইউনিয়ন কেটে সোনারগাঁও (নারায়ণগঞ্জ-৩) আসনের সাথে অন্তর্ভুক্ত করা নিয়ে ক্ষোভ জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সভাপতি ও ২০১৮ সালের সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মাকসুদুল খন্দকার খোরশেদ। তিনি বলেন, সংসদীয় আসনের সীমানা নিয়ে হাইকোর্ট-সুপ্রিম কোর্ট করলে নির্বাচন পিছিয়ে যেতে পারে।

মঙ্গলবার (২৬ আগস্ট) নির্বাচন ভবনে সংসদীয় আসনের শুনানি শেষে তিনি এমন মন্তব্য করেন।

মাকসুদুল খন্দকার খোরশেদ বলেন, এখানে আমি প্রতিবাদ জানাতে এসেছিলাম। আমাদের নারায়ণগঞ্জ-৫ আসন থেকে পাঁচটি ইউনিয়ন কেটে সোনারগাঁও (নারায়ণগঞ্জ-৩) আসনের সাথে অন্তর্ভুক্ত করা হয়েছে। যার ফলে নারায়ণগঞ্জ-৫ আসনের মানুষ রাজনৈতিক, সামাজিক ও ভৌগোলিকভাবে বঞ্চনার শিকার হয়েছে। সেই বঞ্চনার কথা উপস্থিত কমিশনকে আমি জানিয়েছি। স্বাধীনতার পরবর্তী সময়ে আমরা এ আসনে সমন্বিতভাবে রাজনীতি করেছি। এখন যদি একটা বিরাট অংশ বিভক্ত হয়ে সোনারগাঁওয়ের সাথে চলে যায়, আমরা এতদিনে যেই নেতাকর্মী তৈরি করেছি তাদের মধ্যে অনেকে প্রার্থী আছে। আমরা সকলে বঞ্চিত হব।

কমিশন সংসদীয় আসন পুনর্নির্ধারণে যে বিজ্ঞপ্তি জারি করেছে সেখানে তারা বলেছে একটি আসনে গড় ৪ লাখ ২০ হাজার ভোটার করার জন্য অংশ কেটে নেওয়া হচ্ছে। কিন্তু অংশ কেটে নিয়ে আমাদের সাথে আরেকটি বৃহৎ যে অংশ জুড়ে দিচ্ছে, তার ফলে আমাদের ভোটার তো কমছেই না, উপরন্তু আরও ৪০ হাজার ভোটার বেড়ে যাচ্ছে। ফলে আমরা দ্বিমত পোষণ করেছি। আমরা কমিশনকে বলেছি যে আপনারা যতগুলো ধারা অন্তর্ভুক্ত করেছেন, আপনারা নিজের বিরুদ্ধে কাজ করেছেন।

তিনি আরও বলেন, আমরা দাবি করেছি এবং আশা করি অবশ্যই নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আমাদের দাবি পুনর্বিবেচনা করবে। আমরা মনে করি, আগামী যে নির্বাচন এ জনগণের কাঙ্ক্ষিত নির্বাচনকে বানচাল করার লক্ষ্যে এ ধরনের উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে। যেখানে আমরা মনে করি যে এগুলো হাইকোর্ট-সুপ্রিম কোর্ট করলে নির্বাচন পিছিয়ে যেতে পারে।

সুষ্ঠু ও দ্রুত একটি নির্বাচনের সাথে অবশ্যই আমাদের আবেদন বিবেচনা করতে হবে। আমাদের যে পূর্ব নির্ধারিত সীমানা ছিল সেই সীমানায় নির্বাচন দিতে হবে।

মঙ্গলবার ঢাকা অঞ্চলের দাবি-আপত্তির শুনানি চলছে। এদিন সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মানিকগঞ্জ-১, ২, ৩; মুন্সিগঞ্জ-১, ২, ৩; গাজীপুর-১, ২, ৬; নরসিংদী-৩, ৪, ৫; নারায়ণগঞ্জ-৩, ৪, ৫; আড়াইটা থেকে ৫টা পর্যন্ত ঢাকা-১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ১০, ১৪, ১৫, ১৬, ১৮ ও ১৯ আসনের শুনানি হবে।

এসআইবি/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নির্বাচন কমিশন সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর