Logo

জাতীয়

উপদেষ্টা মাহফুজের ওপর হামলার চেষ্টা বিষয়ে ব্যবস্থা নিতে মার্কিন দপ্তরে চিঠি

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ১৬:৪৬

উপদেষ্টা মাহফুজের ওপর হামলার চেষ্টা বিষয়ে ব্যবস্থা নিতে মার্কিন দপ্তরে চিঠি

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলমকে উদ্দেশ্য করে হামলার ঘটনায় মার্কিন পররাষ্ট্র দপ্তরসহ স্থানীয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছে কনস্যুলেট কর্তৃপক্ষ। স্থানীয় পুলিশ, মেয়র অফিস এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের আঞ্চলিক অফিসে পাঠানো চিঠিতে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

কনস্যুলেটের পক্ষ থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, স্থানীয় সময় গত ২৪ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবসের প্রথমবার্ষিকী উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম। সভায় বাংলাদেশি শিক্ষার্থী ও কমিউনিটির প্রায় দেড়শত অতিথি অংশগ্রহণ করেন। কিন্তু কিছু দুষ্কৃতকারী বাংলাদেশ সরকারবিরোধী স্লোগান দেন, অতিথিদের ধাওয়া করেন, ডিম নিক্ষেপ এবং কনস্যুলেট ভবনের পার্শ্ববর্তী কাঁচের দরজায় আঘাত করে ফাটল সৃষ্টি করেন। পুলিশের উপস্থিতিতে দুষ্কৃতিকারীদের নিয়ন্ত্রণে আনা হয় এবং কয়েকজনকে আটক করা হয়।

চিঠিতে কনস্যুলেট স্থানীয় পুলিশ ও মার্কিন পররাষ্ট্র দপ্তরকে অনুরোধ করেছে, এ ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক। 

মিশন থেকে জানানো হয়েছে, প্রধান অতিথি অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করেছেন এবং দুষ্কৃতিকারীরা তাদের উদ্দেশ্য সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন।

কনস্যুলেট সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অন্যান্য প্ল্যাটফর্মে ছড়ানো বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার এড়িয়ে জনসাধারণকে সতর্ক থাকার জন্য অনুরোধ করেছে।

ডিআর/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর