
ছবি : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে শুনানির তৃতীয় দিনে ৬টি জেলার ২৮টি সংসদীয় আসন নিয়ে ৩০৯ টি শুনানি অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে শুনানির বিপক্ষে ২৫৯টি ও পক্ষে ৫০টি। নির্বাচন কমিশনের তথ্য কর্মকর্তা শরিফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মানিকগঞ্জ-১, ২, ৩; মুন্সিগঞ্জ ১, ২, ৩; গাজীপুর ১, ২, ৬; নরসিংদী-৩, ৪, ৫, নারায়ণগঞ্জ-৩, ৪, ৫; আড়াইটা থেকে ৫টা পর্যন্ত ঢাকা-১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ১০, ১৪, ১৫, ১৬, ১৮ ও ১৯ আসনের শুনানি হয়েছে।
শুনানির শেষ দিন বুধবার (২৭ আগস্ট) রংপুরের ৭টি, রাজশাহীর ২৩২টি ময়মনসিংহের ৩টি, ফরিদপুরে ১৮টি এবং সিলেট অঞ্চলের ২টি আসনের দাবি-আপত্তি শুনবে সংস্থাটি।
ইসিতে মোট ৮৩টি আসনের সীমানা পরিবর্তনে এক হাজার ৭৬০টি আবেদন জমা পড়েছে। সবচেয়ে বেশি আবেদন পড়েছে কুমিল্লা অঞ্চল থেকে ৬৮৩টি। সবচেয়ে কম আবেদন পড়েছে রংপুর অঞ্চলে সাতটি। সবচেয়ে বেশি আবেদন পড়েছে একক আসন হিসেবে কুমিল্লা-১ আসনে, ৩৬২টি। পিরোজপুর-১, পিরোজপুর-২ ও পিরোজপুর-৩ আসন থেকে আবেদন পড়েছে ২৮৭টি। সিরাজগঞ্জ ৫ ও সিরাজগঞ্জ ৬ আসন থেকে আবেদন পড়েছে ২২০টি। এদিকে ঢাকার মধ্যে ঢাকা-১ আসনে আবেদন পড়েছে সবচেয়ে বেশি ৭৯টি।
এর আগে গত ৩০ জুলাই সংসদীয় সীমানার খসড়া প্রকাশ করে। যেখানে ৩০০টি আসনের মধ্যে ৪০টি আসনের সীমায় পরিবর্তন করা হয়।বাগেরহাটের একটি আসন কমিয়ে গাজীপুরে একটি আসন বাড়ানো হয়।ইসির সংসদীয় আসনের সীমানার উপর আপত্তি জানাতে ১০ আগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়।
এসআইবি/এএ