Logo

জাতীয়

ইসিতে বিএনপি-এনসিপির মারামারির ঘটনায় জিডি করেছে ইসি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ০৮:৩৪

ইসিতে বিএনপি-এনসিপির মারামারির ঘটনায় জিডি করেছে ইসি

ছবি : বাংলাদেশের খবর

ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের খসড়া সীমানা নিয়ে শুনানিতে মারামারির ঘটনায় শেরেবাংলা নগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২৬ আগস্ট) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ‘আমরা কারও নাম উল্লেখ করিনি। শুনানিতে হাতাহাতির ঘটনা ঘটেছে; এ বিষয়ে পুলিশকে জানানো হয়েছে।’

এর আগে, গত ২৪ আগস্ট ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের খসড়া সীমানা নিয়ে দাবি-আপত্তির শুনানি শুরু করে ইসি। শুনানির একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং হাতাহাতি শুরু হয়। পরে ইসি কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরবর্তীতে ইসি সচিব ওই দুটি আসনের শুনানি শেষ করে সংশ্লিষ্টদের কক্ষ ত্যাগের অনুরোধ জানান।

এসআইবি/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর