সিরাজগঞ্জ চায় আসন পুনর্বহাল, পাবনার দাবি বিন্যাস

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ১৩:০৪

ছবি : বাংলাদেশের খবর
নির্বাচন কমিশনের (ইসি) সংসদীয় আসন পুনর্বিন্যাস সংক্রান্ত শুনানিতে সিরাজগঞ্জ জেলার প্রতিনিধিরা ২০০১ সালের মতো আসন পুনর্বহাল এবং পাবনা জেলার প্রতিনিধিরা পাবনা-১ ও পাবনা-২ আসনের বিন্যাস পরিবর্তনের দাবি জানিয়েছেন।
বুধবার (২৭ আগস্ট) নির্বাচন ভবনে অনুষ্ঠিত শুনানিতে এ দাবিগুলো তুলে ধরা হয়।
সিরাজগঞ্জের প্রতিনিধি আবদুল মান্নান বলেন, ‘২০০১ সাল পর্যন্ত সিরাজগঞ্জে সাতটি আসন ছিল। ২০০৮ সালে একটি আসন কমিয়ে ছয়টি করা হয়। আমাদের দাবি, চৌহালী উপজেলা ও শাহজাদপুর উপজেলার পূর্বাঞ্চলের চারটি ইউনিয়ন মিলিয়ে যে আসন ছিল, সেটি পুনর্বহাল করা হোক। বর্তমানে আমরা বেলকুচি ও চৌহালী নিয়ে যে আসনে আছি, সেটিতে থাকতে চাই না। দুর্গম ও নদীভাঙনপ্রবণ এলাকা হিসেবে আমরা আগের আসনে ফিরতে চাই।’
পাবনার প্রতিনিধি, জামায়াতে ইসলামীর প্রয়াত আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিব মোমেন বলেন, ‘বর্তমানে সাঁথিয়া উপজেলা ও ভেড়া উপজেলার চারটি ইউনিয়ন নিয়ে পাবনা-১ আসন রয়েছে। বেড়া উপজেলার বাকি অংশ ও সুজানগর উপজেলা নিয়ে গঠিত পাবনা-২ আসন রয়েছে। আমরা চাই সাঁথিয়া উপজেলা নিয়ে পাবনা-১ এবং বেড়া ও সুজানগর উপজেলা নিয়ে পাবনা-২ আসন করা হোক। এই প্রস্তাবনা ২০১৮ সালেও ছিল, কিন্তু বাস্তবায়ন হয়নি।’
বুধবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পঞ্চগড়-১ ও ২, রংপুর-১, কুড়িগ্রাম-৪, সিরাজগঞ্জ-২, ৫ ও ৬ এবং পাবনা-১ আসনের শুনানি অনুষ্ঠিত হয়। বিকেল আড়াইটা থেকে ৫টা পর্যন্ত টাঙ্গাইল-৬, জামালপুর-২, কিশোরগঞ্জ-১, সিলেট-১, ফরিদপুর-১ ও ৪, মাদারীপুর-২ ও ৩ এবং শরীয়তপুর-২ ও ৩ আসনের শুনানি অনুষ্ঠিত হবে।
এসআইবি/এমএইচএস