Logo

জাতীয়

যুক্তরাষ্ট্রের ৪ মিশনে সেপ্টেম্বর থেকে এনআইডি কার্যক্রম শুরু

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ১৩:৩৪

যুক্তরাষ্ট্রের ৪ মিশনে সেপ্টেম্বর থেকে এনআইডি কার্যক্রম শুরু

যুক্তরাষ্ট্রের চার মিশন অফিস— ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক, ফ্লোরিডার মায়ামি ও ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে আগামী সেপ্টেম্বর থেকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্যক্রম শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২৭ আগস্ট) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, এনআইডি কার্যক্রম শুরুর লক্ষ্যে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এবং এনআইডির মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীরের নেতৃত্বে আরেকটি প্রতিনিধি দল আগামী মাসে যুক্তরাষ্ট্র সফর করবেন।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে অবস্থানরত প্রবাসীদের অধিকাংশই দীর্ঘদিন ধরে সেখানেই বসবাস করছেন। অনেকেই এনআইডি কার্যক্রম দেশে চালু হওয়ার আগে বিদেশে গেছেন, ফলে জাতীয় এই গুরুত্বপূর্ণ পরিচয়পত্রটি পাননি। অনেকের পরিবারের সদস্যরাও দেশে আসেননি। এ কারণে প্রবাসীরা বিভিন্ন সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তাদের সুবিধার্থে যুক্তরাষ্ট্রের চারটি অঙ্গরাজ্যে এই কার্যক্রম চালু করা হবে।

এসআইবি/এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নির্বাচন কমিশন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর