সংসদীয় সীমানা নিয়ে চার দিনে ইসির শুনানি ১৮৯৩টি

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ১৬:২৩
---2025-08-26T160141-68aedca4edcf4.jpg)
ছবি : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসন নিয়ে চারদিনে ১৮৯৩টি শুনানি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (২৭ আগস্ট) শুনানির চতুর্থ ও শেষ দিনে এ তথ্য জানায় নির্বাচন কমিশনের তথ্য কর্মকর্তা শরিফুল আলম। চারদিনে মোট শুনানি ১৮৯৩ টির মধ্যে আপত্তি (বিপক্ষে) ১১৮৫টি ও পরামর্শ (পক্ষে) ৭০৮টি।
শুনানির চতুর্থ দিনে ১২টি জেলার ১৮টি সংসদীয় আসন নিয়ে ২৬০টি শুনানি অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে আপত্তি (বিপক্ষে) ২৫৯ টি ও পরামর্শ (পক্ষে) ১টি।
এদিন সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পঞ্চগড়-১, ২, রংপুর-১, কুড়িগ্রাম-৪, সিরাজগঞ্জ-২, ৫, ৬, পাবনা-১; আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত টাঙ্গাইল-৬, জামালপুর-২, কিশোরগঞ্জ-১, সিলেট-১, ফরিদপুর- ১, ৪, মাদারীপুর-২, ৩, শরীয়তপুর-২ ও ৩ আসনের শুনানি হয়।
এর আগে গত ৩০ জুলাই সংসদীয় সীমানার খসড়া প্রকাশ করে। যেখানে ৩০০টি আসনের মধ্যে ৪০টি আসনের সীমায় পরিবর্তন করা হয়। বাগেরহাটের একটি আসন কমিয়ে গাজীপুরে একটি আসন বাড়ানো হয়। ইসির সংসদীয় আসনের সীমানার ওপর আপত্তি জানাতে ১০ আগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়।
এসআইবি/এএ