নির্বাচনী কর্মপরিকল্পনা প্রকাশিত হতে পারে বৃহস্পতিবার : ইসি সচিব

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ১৭:১৭

ছবি : বাংলাদেশের খবর
আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ইসির কর্মপরিকল্পনা বৃহস্পতিবার (২৮ আগস্ট) প্রকাশিত হতে পারে।
বুধবার (২৭ আগস্ট) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সংসদীয় আসন নিয়ে শুনানি শেষে এক সংবাদ সম্মেলন এ কথা জানান।
এর আগে বুধবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনারসহ ৪ কমিশন ও ইসি সচিবের বৈঠকে কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হয়।
এ বিষয়ে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, কর্মপরিকল্পনার সবকিছু চূড়ান্ত হয়ে গেছে।
সংবাদ সম্মেলনে ইসি সচিব বলেন, ‘সংসদীয় আসন নিয়ে চারদিনে মোট ১৮৯৩ টি শুনানি হয়েছে। এর মধ্যে আপত্তি (বিপক্ষে) ১১৮৫টি ও পরামর্শ (পক্ষে) ৭০৮টি। এখানে বলে রাখা ভালো—পক্ষ ও বিপক্ষ উভয় দিক থেকেই মতামত এসেছে। আমরা মূলত আপত্তিটা আগে শুনেছি। আপত্তির ক্ষেত্রে যে প্রস্তাবনা এসেছে, তার পক্ষে ও বিপক্ষে কথা শুনেছি, আবার আমাদের করা গ্যাজেটের পক্ষেও মতামত শুনেছি। কাজেই আমরা মোটামুটি সবাইকেই অর্থাৎ একোমোডেট করার চেষ্টা করেছি। এখন এই যে মতামত পেয়েছি, সেগুলো আমরা লিপিবদ্ধ করেছি। লিপিবদ্ধ করে আমরা পর্যালোচনা করে যত দ্রুত সম্ভব চূড়ান্ত তালিকাটি প্রকাশ করব।’
অন্যদিকে শুনানির প্রথম দিন গত ২৪ আগস্ট ব্রাহ্মণবাড়িয়া ২ ও ৩ আসনের শুনানির সময় বিএনপি নেত্রী রুমিন ফারহানার সমর্থকরা এনসিপি নেতা আয়াতউল্লাহর ওপর হামলার ঘটনাকে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলে উল্লেখ করেন।
এসআইবি/এএ