Logo

জাতীয়

ফরিদপুর চায় আসন পুনর্বহাল, এলাকা পুনর্বহাল চায় সিলেট

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ১৮:৩৬

ফরিদপুর চায় আসন পুনর্বহাল, এলাকা পুনর্বহাল চায় সিলেট

ছবি : সংগৃহীত

সংসদীয় আসন নিয়ে নির্বাচন কমিশন (ইসি) শুনানিতে ফরিদপুর জেলার প্রতিনিধিরা ২০০১ সালের ন্যায় আসন পুনর্বহাল ও সিলেট জেলার প্রতিনিধিরা এলাকা পুনর্বহাল চেয়েছে।

বুধবার (২৭ আগস্ট) নির্বাচন ভবনে শুনানিতে তারা এসব দাবি জানান।

ফরিদপুর-৪ আসনের প্রতিনিধি কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেন, ২০০১ সাল পর্যন্ত চরভদ্রাসন ও সদরপুর দুইটি উপজেলা নিয়ে ফরিদপুর-৪ আসন ছিল।কিন্তু ২০০৮ সালে ভাঙ্গা উপজেলা

ফরিদপুর-৫ আসন ফরিদপুর-৪ আসনের সঙ্গে যুক্ত করা হয়েছে। আমরা ফরিদপুর ৪ আসন ২০০১ সালের ন্যায় ফিরে পেতে চাই।একইসঙ্গে ভাঙ্গা উপজেলা নিয়ে ফরিদপুর-৫ আসন ফিরিয়ে দেয়ার দাবি জানাচ্ছি।

সিলেট-১ আসনের প্রতিনিধি এডভোকেট তাজউদ্দীন বলেন, সিটি কর্পোরেশনের ২৫,২৬,২৭ ওয়ার্ড সিলেট-১ থেকে কেটে সিলেট-৩ আসনে নিয়ে যাওয়া হয়েছে।আমরা এ ওয়ার্ডগুলোকে সিলেট-১ আসনে অন্তর্ভুক্ত রাখার দাবি জানাই।

টাঙ্গাইল- ৬ আসন প্রতিনিধি বলেন, দেলদুয়ার ও নাগরপুর উপজেলা নিয়ে টাঙ্গাইল-৬ আসন গঠিত। কিন্তু নাগরপুর উপজেলা একটি নদী বেষ্টিত এলাকা তাদের সাথে আমাদের সামাজিক ও সাংস্কৃতিক বৈচিত্র্য রয়েছে।আমরা দেলদুয়ার উপজেলাকে একক আসন হিসেবে টাঙ্গাইল-৬ আসন করার দাবি জানাচ্ছি।

সংসদীয় আসন নিয়ে চারদিনে ইসি মোট ১৮৯৩টি শুনানি করেছে। এরমধ্যে আপত্তি (বিপক্ষে) ১১৮৫টি ও পরামর্শ(পক্ষে) ৭০৮টি।

শুনানির শেষ দিনে চতুর্থ দিনে (২৭ আগস্ট) ১২টি জেলার ১৮টি সংসদীয় আসন নিয়ে ২৬০টি শুনানি অনুষ্ঠিত হয়েছে।এরমধ্যে আপত্তি(বিপক্ষে) ২৫৯ টি ও পরামর্শ (পক্ষে) ১টি।

শেষ দিনে সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পঞ্চগড়-১, ২, রংপুর-১, কুড়িগ্রাম-৪, সিরাজগঞ্জ-২, ৫, ৬, পাবনা-১; আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত টাঙ্গাইল-৬, জামালপুর-২, কিশোরগঞ্জ-১, সিলেট-১, ফরিদপুর- ১, ৪, মাদারীপুর-২, ৩, শরীয়তপুর-২ ও ৩ আসনের শুনানি হয়েছে।

এসআইবি/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নির্বাচন কমিশন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর